সাতে পাঁচে কবিতায় অনিমেষ

শীত এবং অর্চন পর্ব

“Let the winter come ,Left the Black night ,
Dont play with the Ring’s of Winter
Don’t play with the Gray shadow ,
Half moon and the half soul of night
are reflecting an old red heart”
যতবার রেখে এসেছি ভাঙনের বলয়াবৃত ঘর, তার ঠিক পরেই ভেঙে এসেছি বারবার মন। কোথায় এই ট্র্যাজিক মুমেন্ট অর্চন! যে কালো হরিণ চোখের জন্য বিসর্জন দিয়েছি আলো, মুখের কাটা দাগ । ছুটন্ত ঘোড়ার পিঠে চাপড় মেরে চড়াও করা হয়েছে ব্যাথার ড্রাগ। আর অসহনীয় ব্যথা নিয়ে আমি ঘুরছি ।
ধানখেত থেকে মল , হলঘর থেকে পাড়া, বস্টন থেকে দেশ। পাহাড়ের চূড়ায় দেখো আঘাতের মলম গড়িয়ে পড়ছে, অদৃশ্য এই পড়ন। দেহে মানসে লোকালয় থেকে শীত ঢুকে পড়ে। কাচঘ‍র থেকে কাঙ্খিত তীর এসে লেগে যায় বুকে।
কোথায় ডিগনিটি কোথায় ইম্প্রুভমেন্ট!আরও তো মধুর সমাপতন ঘটতে পারতো! যারা ছেড়ে যেতে চায় তারা চলেই যায়। ভাসানের গন্ধ আগে থেকেই ছড়িয়ে রাখে।আঁকড়ে ধরতে চাই সেসব ড্রামাটিক মেলোডি।অর্চন জানো, মৃত প্রেমের দিব্যি খেয়ে কেউ কখনও মিথ্যে বলে না, আর মিথ্যে বলে না বলেই সমস্ত অতিরঞ্জিত সম্পর্কগুলোকে মনে হয় পার্লামেন্টের চেয়ার।
কোথায় এই আনন্যাচরাল সমাপ্তি, কোথায় ফিরে পাবার সম্ভাবনা ।পতনের শব্দ যে নিঃশব্দেই হয়। যারা মরে যায় তারা জানিয়ে যেতে চায়না গোপন কথাগুলো ।আর ভেতর ভেতর মমি হয়ে শুয়ে থাকে একবুক দীর্ঘ প্রত্যাশা।
যাওয়ার পথ সংকীর্ণ হলে তুলে রাখি আলোছায়ার লুডোর ছক্কা ,
কোথায় এই বাঁধন ছেঁড়া শোক কোথায় লুকোই এই দৃঢ় রক্তবর্ণ অর্চন , কোথায়!
Let the winter come again
left the black night
again
and
again…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।