কবিতায় সুমিতা চৌধুরী

বিপরীতধর্মী বৃষ্টি
শব্দচয়নে বৃষ্টি হয়ে ওঠে প্রেমিকের প্রেমগাথা,
সেই বৃষ্টিই খোলা ফুটপাথে কেবলই উদ্বেগ আশঙ্কা….
ছাদহীন আস্তানায় ক্লান্ত অনাহারী শরীরের ঘুমটুকু কেড়ে নেয়,
নোয়ানো শরীরগুলো ঠাঁই খুঁজে ফেরে একটু মাথা গোঁজার আকাঙ্ক্ষায়।
ভরা বর্ষায় বর্ষণমুখর দিনের কত পাতে সাজে ইলিশ, খিচুড়ি,
ঠিক তখনই কত মানুষ হয় ভিটেমাটি ছাড়া
বৃষ্টি প্লাবনে হয়ে বানভাসী।
তালিকায় নাম জুড়তে থাকে, ওরা উদ্বাস্তু, সর্বহারা!
ক্যানভাস জুড়ে আঁকা হয় কতরঙের বৃষ্টিপ্রেমের ছবি,
অস্থায়ী পলিথিনের আস্তানায় বৃষ্টি আঁকে শুধুই ধূসরতা
এক অন্তহীন অনিশ্চিতের ঠিকানায়….
এভাবেই কখন যেন বৃষ্টি-বর্ষা বয়ে চলে দুই বিপরীতধর্মী অসামঞ্জস্যতায়!!