কবিতায় পাভেল আমান

এখনো
এখনো অনেকটা পথ
পাড়ি দিতে হবে সম্মুখে
তবে নির্দ্বিধায় এগিয়ে চলো
মনের বল কে সাথে নিয়ে।
এখনো নানান ইচ্ছে
নিরন্তর ভিড় করছে মননে
পূর্ণতার তীব্র আকাঙ্ক্ষায়
তবু প্রহর গুনে চলেছি।
এখনো বিবিধ ভাবনা
আনাগোনা দেয় অবচেতনে
বাস্তবায়নের তীব্র অভিপ্রায়ে
খুঁজতে থাকে অনুকূলতা।
এখনো অনেক কাজ
রয়েছে বাকি এই জীবনে
সম্পাদনের চিরস্থায়ী অঙ্গীকারে
জেগে ওঠুক কর্মমুখী মানসিকতা।