T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় অনিন্দিতা মিত্র

বিচ্ছেদ ও অজানা বৃষ্টিগান
সাঁচী স্তূপের ধূসর নীলিমায় যৌবনের ব্যর্থ গাথা, বুকের ঘন অরণ্যে হলুদ পাতারা টপটপ করে ঝরে যায়, শূন্যতার ভিতরমহল পূর্ণ করে ভালোবাসা চুঁইয়ে পড়ে তোমার বারন্দায়। বৃষ্টির অঝোর ধারার নরম কোলে ঘুমিয়ে পড়ে সভ্যতা। বিবর্ণ জলরঙা কাজলে সাজে নাগকেশরের ঝাড়।বুকভাঙা অভিমান সহ্য করে একঝাঁক পানকৌড়ি উড়ে যায় মেঘ-পাহাড়ের দেশে, আলোর উপত্যকায় মায়াটানের অস্পষ্ট জলদাগ। বিচ্ছেদই বোঝে অন্ধকারের মর্মমূলের ব্যথা… অনিন্দিতা মিত্র, কলকাতা।