T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় অঞ্জন ব্যানার্জ্জি

প্রীতিলতা
মিছিলে হাঁটা বৃদ্ধের মুখে
স্মৃতিস্তম্ভে লেখা অতীত ইতিহাস
নারীদের আলোর বাতিঘর
প্রীতিলতার সংগ্রামী জীবন কাহিনি।
তিলোত্তমার মৃত্যু জ্বেলেছে অগ্নিশিখা
হাজার হাজার কণ্ঠের কলরবে
মানুষের হাঁটাপথে প্রতিবাদী হুংকার
ক্ষোভের ফণার ঢেউ দুর্বার
সহস্র নারীর উজ্জীবিত মুখ
প্রদীপ্ত ভাস্বর বিচারের দাবীতে
ছিন্ন করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা ভয়
চৌকাঠ পেরিয়ে পা রেখেছে পথে।
আন্দোলন জন্ম দিয়েছে হাজার প্রীতিলতা
কল্লোলিনী পথে বাজছে দামামা
হাতের মুঠোয় বারুদ রয়েছে জমা
পোড়াবে দুর্নীতির মিনার
ভাঙ্গবে দুর্নীতিবাজদের দুর্মর অহংকার।
বৃদ্ধের বুকের শব্দে গভীর প্রত্যাশা
নির্ভীক মুখগুলো দেখে
রাজপথে নারীর মশাল মিছিলে
বৃদ্ধের মুখ গর্বে উজ্জ্বল।