T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় মুনমুন লায়েক

একটা বাবার লেখা

হারিয়েছি সোনার প্রতিমা
        যে, ছিল দীনজনের পাশে
   নৃশংস -নিষ্ঠুর ছোবল
            কেন ছুঁলো তাকে
      কেন মর্মান্তিক ভাবে
            হারালাম অকালে
      আসবে না আর ছোট পাখি
            “বাবা” বলে ডেকে
      আর কতদিন,কত রকমভাবে
            হবে এমন বলি
      সমাজ কি ঘুমিয়ে আছে
            কালা-বোবা হয়ে
      এখনও সময় আছে
            গর্জে ওঠো প্রতিবাদীর সুরে
      ন্যায় -বিচার হোক আর
            শাস্তি হোক দূর্জনের
যেন এমন নির্মম- বর্বরতাই শেষ না হয় জীবন
যেন এমন বাবার, বুকে রক্ত না আর ঝরে্ ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।