কবিতায় পদ্মা-যমুনা তে মোঃ ইমদাদুল হক মিলন

আপনার মন্ত্রমুগ্ধ,
কবিতার নামঃ মন মাঝি
কবির নামঃ মোঃ ইমদাদুল হক মিলন
যাব দূর সুদূর অজানা সীমান্তে।
ভাসাবো নৌকা শত মাঝি অন্তে।
আছে মাঝিমল্লা, আছে যাত্রী শতজন।
উঠিলে ঝড় হাল হাতে শক্ত একজন।
দীপ্ত দিশারী এ মাঝি বড় কান্ডারী।
লক্ষ্যে থাকে অটুট সদা নয় বিদ্বারী।
আপনার কন্ঠে আপনি হাকে টান।
সদা টলে না ভয়ে কণ্ঠে অবিনাশীর গান।
ঢেউ তুফান ভারী জরাজীর্ণ ছাড়ি।
উবেছে বাঁধা গোলক ধাঁধা তরী গেছে ছাড়ি।
প্রত্যয়ের দাঁড়ে আশার নৌকা সাজি।
গগন গন্তব্যে তয় পৌঁছাবে মন মাঝি।