কবিতায় টুলা সরকার

অভ্যাসের অনুধাবন
দুঃখ দিলো কতজন, ভেবেছিলো কি?
ওটা আমার জন্য অনেক কষ্টের ছিলো।
ভাবলে কি ওরা বুঝতো এটা অনুচিত?
এরকম কষ্ট জীবনের সাথে মিশে আছে।
অভ্যাসের অনুধাবনে অনেকটাই উতরে গেছে।
শুধু দুঃখ কেন? আনন্দ দিলোও তো কতজন।
যার জন্য বাঁচার মানে খুঁজে পাওয়া।
তাই বলে কি রাগ অভিমান ভুলে যাওয়া?
অভিমান মনের সাথে জড়িয়ে থাকে।
রাগও হয় আবেগের আধিক্যে কান্না সহজেতে।
অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও চেষ্টাটা টিকিয়ে রাখা-
ভালো থাকার। সুন্দর প্রকৃতির প্রতি ভালোবাসা।
এই জীবজগৎ, অপরূপ প্রকৃতির মাঝেই-
মানুষ হয়ে ফিরে আসতে চাই বারেবারে।