|| উৎসব || নিয়ে লেখায় শক্তি কুন্ডু

বাইশে শ্রাবণ!
বাইশে শ্রাবণ মনে করায় আপনার না থাকা…
কিন্তু আপনি কোথায় নেই !!!
একটা জাতির সমস্ত প্রাণের রেখায় আপনি, নিঃশ্বাসে প্রশ্বাসে
বলায় চলায় সর্বত্র আপনিময় !
দু-পা খুঁড়িয়ে হাঁটলেই আপনি ভরসার খুঁটি,
আপনার গান ,আপনার কবিতা ,আপনার গল্প উপন্যাস ,চিত্র সব কিছুই
উঠে দাঁড়ানোর শক্তি …তবু বাইশে শ্রাবণ
মনে করায় আপনি নেই!!
এতো শক্তির আভাস ,এতো মুক্তির পথের রেখা
যেখানে স্পষ্ট…সেখানে নেই কেন?
আসলে এখন বাইশে শ্রাবণ মানেই
সেজে ওঠা শোক…
এ শক্তির মৃত্যু দিন হতে পারে না,
বরং আরো শক্তিশালী হওয়ার দিন !!