জন্মাষ্টমী স্পেশাল এ সুমিতা চৌধুরী

কৃষ্ণ
হে কৃষ্ণ,
তুমিই প্রথম শিখিয়েছিলে,
কর্মই মানুষের এক ও অদ্বিতীয় পরিচয়।
জাত- জালিয়াতদের বুঝিয়েছিলে,
তাদের তৈরী নিচু জাতও কর্মের দ্বারা,
তাদেরই তৈরী দেবতার আসনে ঠাঁই পায়।
বিপদতারণরূপে তুমি শিখিয়েছিলে,
নিজের বিপদের নিজেই হতে তারণকর্তা।
পাপের হয় না কোনো ধর্ম বা জাত বিচার,
দেখিয়েছিলে বিনাশই তার একমাত্র পথ, যথার্থতা।
হে মুরলীধারী,
তোমার মোহন বাঁশির সুরে, বিলিয়েছিলে প্রেম সর্বজনে।
হে নীলমাধব,
সেই প্রেমের বেদনার নীল রং নিয়েছিলে,
হাসিমুখে সর্বদা নিজ বদনে।
অষ্টতর শতনামে,
করেছিলে সমগ্র মানবজাতির মধ্যে বাস।
বুঝিয়েছিলে মান-হুঁশে “মানুষ” নামেই পরিচয় তার,
এটিই জাত ও ধর্ম , ধরাধাম যার আদিনিবাস।।