ক্যাফে কাব্যে জবা ভট্টাচার্য

মা আমার
ক্ষেতে কাজ করছিলো রঙিন ওড়না উড়িয়ে
পূর্বাভাস ছিলো না—- তবু
আপাদমস্তক নিয়ে ফাঁদে পড়ে গেল দলিত দুর্গা।
এ ফাঁদ তো হাড়মাস মজ্জাগত
গম যব তিলের আবহে ভূর্জপত্রে লিখে
কামদেব ইথারে ভাসিয়ে দিয়েছেন কতকাল আগেই
মেয়েটা মরে গেল! জ্বলে গেল মাঝরাতে !!
যে ভাবে বেওয়ারিশ লাশ পোড়ে
সেভাবেই মেয়েগুলো মরে,চাপচাপ রক্ত নিয়ে আমবাগানে,
জাতীয় সড়কের পাশে থেঁতলে পুড়ে, জিভ ছিঁড়ে
ধ্বজাধারীরা তখনো ধর্মের নামে ধ্বজা ওড়ায় রাজনীতির।
আর পূর্বাভাস ছাড়াই একটা একটা করে জ্বলে যায়
অপ্রাপ্তবয়স্ক চিতা মাঝরাতে।