কবিতায় বলরুমে পার্থ সারথি চক্রবর্তী

মেঘ থেকে চাঁদ

মেঘে ঢাকা আকাশ থেকেও
খুঁজে নিই চাঁদ-
অথচ ভালবাসা পেতে ন্যুনতম কষ্টে
বড়ই অনিচ্ছা, অবসাদ।
খিদে আর প্রেম যদি সহবাস করে
জন্ম হয় মানবতা,সহমর্মিতা।

পাওয়ার উন্মত্ত বাসনা দলিত করে
বহু মতের প্রতি সহিষ্ণুতাকে,
মুহূর্তে চুরমার করে দেয়-
তিলে তিলে গড়ে তোলা সমাজ।
মেঘ আবার আসতে পারে
– যে কোন সময়, এক দুর্বল মুহূর্তে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।