T3 || রবি আলোয় একাই ১০০ || সংখ্যায় চিরন্তন ব্যানার্জি

চিরসখা

আমার শহর জুড়ে রাস্তায় জমে থাকে কথা,
বাস থেকে “শিয়ালদা”, অটো থেকে টুকরো এফএম;
কালবৈশাখী ঝড়ে ছেঁড়া পাতা অচেনা কবিতা
লাভ ক্ষতি লোকসান, দুএক টুকরো ঝরা প্রেম।
আমার খেরোর খাতা, তুলে রাখে পথের অক্ষর;
জানো কি জানোনা তবু, কবি সব আদতে ভিখারি-
ধার করা শব্দরা ঢেকে দেয় হাত, বুক, ঘর
এখনো বুঝিনি আমি, কতটুকু রাখি, কাকে ছাড়ি।

কিছুই হলোনা লেখা, ঝরে পড়া জারুলের ফুল,
কত অবহেলা ভরে পুড়িয়েছে, গিলেছে আগুন;
আমি সুর চাই যেন জল চায় চাতক আকুল-
আমার ঠাকুর জানে বৈশাখ আসলে ফাগুন।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।