ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

দেশমাতা
আমার দেশ বলতে
আমার মায়ের মুখটা ভেসে ওঠে।
দেশও তো আমার মা,
মায়ের কোল বড়ো প্রিয়
যেখানে মাথা রাখলে,বড্ড বেশি নিশ্চিন্তে থাকা যায়
যেখানে পাওয়া যায় ভরসা, শান্তি,
মায়ের স্নেহ ভরা দুটো হাত
যখন মাথার চুলের মধ্যে বিলি কাটে
তখন মনে হয়, সব দুঃখ কষ্ট যেন মুছে গিয়ে
পরম শান্তিতে চোখের পাতা দুটি আসে বুজে।
সেই শান্তির জায়গায় যখন কেউ ছোবল মারে
তখন কেমন লাগে?
সেই মা কে যখন তারি কোনো কু- সন্তান
রাস্তায় আনে নামিয়ে,
দু পেয়ে কোনো জন্তু তাকে বিবস্ত্র করে,
তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলে,
ব্যবসার দাঁড়িপাল্লায় দর কষাকষি করে,
মা কে টুকরো টুকরো করে বেঁচে দেয় অন্য কারোর কাছে,
তখন ঐ দুই পেয়ে জন্তুদের কি করা উচিৎ
নির্বাসন? না বিষ ঢেলে দিতে হবে আকন্ঠ পর্যন্ত?
এই কুলাঙ্গাররা যতদিন না হবে শেষ
ততদিন আমার দেশমাতার
আসবে না শান্তি ও স্বস্তি।
এইসব কথা লেখার জন্য অনেকে বলে
আমি বিদ্রোহী কবি,
সে যাই বলুক, তাতে কিছু যায় আসে না,
ভয় পাই না, ভয় পেতে শিখিনি
সত্য কে সামনে আনতে।
আমার কলম জানে মিথ্যাকে টপকাতে।