দিব্যি কাব্যিতে পরিযায়ী (মলয় দাস)

খোলস ছাড়া জীবন
খোলস তো সরীসৃপ ও ছাড়ে বৃক্ষও ছাড়ে
খোলস ছাড়া জীবনের এক একটা অধ্যায়ের শেষ নিঃশ্বাস পরার পর যে বায়োগ্রাফি সম্পূর্ণ হয় তাতে মহাকাব্যের অধ্যায়ের গল্প লেখা হয়,তাতে সীতা, পাঞ্চালি, অহল্যারা নায়িকা হয়না,বায়োর নায়ক নায়িকারা আবার অন্য বায়োর জীবনের চরিত্র গঠন করে,বায়োগ্রাফিতে অনেক অধ্যায়ে অনেক চরিত্র।জীবন খোলস ছাড়তে থাকে……। বৃক্ষের প্রতিটা স্তরে যুগের কথা জমাট বাঁধে,রাত যত গভীর হয় দুপুরের নির্জনতায় সময়ের অধ্যায় রচিত হয়।প্রত্যেক খোলস ছাড়া জীবনের অধ্যায় গ্রীষ্মের দহনে সিজিনড্ হয়,জীবন খোলস ছাড়তে থাকে প্রতি অধ্যায়ে।।