|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় মহুয়া দাস

এসো মা কালিকে
উজ্জ্বল এক আলোকবর্তিকা
ধীরে ধীরে প্রকাশ ঘটছে তাঁর,
এলোকেশী উগ্রচন্ডা ভীমা ভয়ংকরী।
আগুনের লেলিহান শিখার মত সর্বগ্রাসী রূপে প্রজ্জ্বলিত এই রমণী ,
চোখ ঝলসে যায়।
এক হাতে খড়গ আর এক হাতে নরমুন্ডমালা,
এই নারী ভয়ংকরী করালবদনী
দক্ষকন্যা ইনি।
এক হাতে বরাভয় ,
আর এক হাতে নাচে মৃত্যু।
আগুন হয়ে উন্মত্ত রূপে
বাঁধা পড়লেন শেষে ।
স্বামীর ইচ্ছে পূর্ণ হল।
কালিকার পা’খানি এসে থমকে দাঁড়ায়
দেবাদিদেবের বুকে।
পৃথিবী জুড়ে বেজে ওঠে মঙ্গলশঙ্খ।
চরাচর জুড়ে নামে হৈমন্তী সন্ধ্যা,
মা লক্ষ্মী উপবেশন করেন তাঁর আসনে।
হাজার প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে দাঁড়ান
জগজ্জননী
নগ্ন, উজ্জ্বলা, তারা, শক্তি,মহাকালী কালিকে ।