এই শরীরের উঠোনে বসে থাকা
পাপ গুলো কি সত্যি মুছে ফেলা যায়?
প্রতিশ্রুতি ভঙ্গের শব্দ কি পাখি উড়া দেখে ?
নরম মাখনের মতো সকালে টিউশনি যায় কি
নবম শ্রেণীর শশীবালা ?
যতই বাঁধ দেই মনের অতলে
কেই নাম ধরে ডাকলে সব ভেঙে যায় গোপনে –
আমি নিষ্পাপ মেসের সম্রাট
বিচিত্র সেকুলারিজম ছুঁইয়ে থাকি
৩| সন্ধ্যাকে
ইদানিং সব সন্ধ্যাকে
ঘিরে রাখে আনমনা আকাশ
বাতাসে ভেসে আসে রহস্য গন্ধ –
শিউলির বাড়ি গ্রামে
ঘর -দরজা,জানালা বন্ধ
বৃষ্টি হলেই উঠোনে
সন্ধ্যাকে দেখি
কালো রংএর টিপ পরে হাসে
নিষ্পাপ গালে দুটি গুটি বসন্তের দাগ
আমি সন্ধ্যকে চিনে নেই খুব সহজে
দেখি উঠোন জুড়ে বসে আছে
বর্ষার সন্ধ্যা ভরা যুবতী নদী।
এই শরীরের উঠোনে বসে থাকা
পাপ গুলো কি সত্যি মুছে ফেলা যায়?
প্রতিশ্রুতি ভঙ্গের শব্দ কি পাখি উড়া দেখে ?
নরম মাখনের মতো সকালে টিউশনি যায় কি
নবম শ্রেণীর শশীবালা ?
যতই বাঁধ দেই মনের অতলে
কেই নাম ধরে ডাকলে সব ভেঙে যায় গোপনে –
আমি নিষ্পাপ মেসের সম্রাট
বিচিত্র সেকুলারিজম ছুঁইয়ে থাকি
৫| বাবা
এখন বাবা আত্মার সাথে
চলাফেরা করে আমার ।
আমি
আকাশে চাঁদ ওঠে দেখি
পাখি ওড়া দেখি
সূর্য আসে দাওয়ায় , চলে যায় নিয়মে ,
ধবলি গাভী সবুজ ঘাস খায়, দেখি
পাড়ার মোড়ে আড্ডা দেই দুই বেলা
খাই , ঘুমাই , স্বপ্ন দেখি
পথ হাঁটি
এই সব কিছু
আমার সাথে সাথে বাবাও
দেখে , চলে , বৃষ্টিতে হাত ভেজায়
বাবা তোমাকে নিয়ে একটূও লিখিনি
পারিনি বোধ হয় ভাবতে
ভাবলেই
শব্দে এসে যায় বন্যার ঢেউ
আমি ডুবতে থাকি আজো