• Uncategorized
  • 0

লেন্সের কালি-গ্রাফি – ৭

পাহাড় অরণ্যে যুগল মিলন পুরুলিয়া ভ্রমণে….

মন রিফ্রেশ করতে আর এই ব্যস্ত বেড়াজাল থেকে মুক্তির এক এবং অদ্বিতীয় উপায় হলো দু-দিনের জন্য কোথাও ঘুরে আসা। হয়তো অনেকের পক্ষেই বেশ দূরে এবং সময় সাপেক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তিন চার দিনের জন্য কাছে পিঠে যাওয়া একেবারেই অসম্ভব নয়।

তাই আর দেরি না করে আরেক জায়গায় ঘুরে আসি চলুন।

আগের বারের সুন্দরবন আমি পরিবার সহযোগে গেছিলাম। কিন্তু এই বারের চমক হলো বন্ধুদের সাথে হইহুল্লোড় করতে করতে যাওয়া। সবারই ব্যস্ত সময়ের মধ্যে দু দিনের ফাঁক খুঁজে যাওয়ার জন্য ঠিক হলো পুরুলিয়া। যেহেতু এখানে টিকিট বুকিং এবং হোটেল রিজার্ভ এর একটা ব্যাপার রয়েছে তাই আগে থেকে এক সপ্তাহ প্ল্যানিং করার পর আমাদের যাত্রার সমস্ত কিছু ঠিক হলো। থাকা এবং ঘোরা সব মিলিয়ে মোট চার দিনের বন্দোবস্ত আমরা করেছিলাম।

এত জল্পনা কল্পনা শেষে আমরা মঙ্গলবার রওনা দিয়েছিলাম ফর পুরুলিয়া। এরকম সপ্তাহের মাঝে যাত্রা শুরুর কারণ স্বরূপ ছিল, উইকেন্ড এ এসব জায়গায় বেশ ভিড় হয়। আর যেহেতু আমরা অবশ্যই নিভৃত নিরিবিলি চাই তাই এইরূপ প্ল্যানিং হয়েছিল আমাদের।

বন্ধুদের গ্রুপ যেহেতু তাই আমরা তিনজন ছিলাম যাত্রী স্বরূপ। তাদের পরিচয় টা না হয় একটু গোপন ই থাক। অন্য কোন এক ক্যালিগ্রাফি তে অন্য কোন দিন আলাপ করাবো না হয়।

যাই হোক আমাদের ট্রেন ছিল হাওড়া-পুরুলিয়া লালমাটি এক্সপ্রেস। যেটা সকাল ৮:৩০মিনিটে হাওড়া থেকে ছাড়ে এবং দুপুর ২:১৫ মিনিটে গিয়ে পৌঁছায় পুরুলিয়া। এটা মঙ্গলবার শনিবার করে থাকে। এছাড়াও রয়েছে সাতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস। যেটি সকাল ৬:২৫মিনিটে ছেড়ে দুপুর ১২:০০টায় পুরুলিয়া পৌঁছায়। এটি দৈনিক চালিত থাকে।

আর রয়েছে সাতরাগাছি-পুরুলিয়া সুপার ফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস। এটি শুধুমাত্র সোমবার চালিত থাকে। এটি সকাল ৮:৫৫ মিনিটে ছেড়ে দুপুর ২:৩০মিনিটে পৌঁছায়। এছাড়াও আরও কিছু ট্রেন রয়েছে। মোটামুটি রিজার্ভ সিট এর ট্রেন ফেয়ার ৩০০-৩৩০ টাকার মধ্যেই থাকে। জেনারেল আর একটু কম।

এখানে বলে রাখা ভালো পুরুলিয়া মূলত গ্রীষ্ম প্ৰধান অঞ্চল। তাই ঘুরতে যাওয়ার জন্য শীতকাল বা তার আগে পরেই হলো উপযুক্ত সময়। মোটামুটি ফেব্রুয়ারি টু মার্চ টুরিস্ট দের যাওয়ার জন্য উপযুক্ত সময়। তাই ভিড় এড়াতে আমরা নভেম্বর মাস উপযুক্ত মনে করেছিলাম আমাদের সময় স্বরূপ।

মনে মনে পাহাড় সবুজ অরণ্য ও সুন্দর পরিবেশ উপলব্ধি করার ইচ্ছা নিয়ে মঙ্গলবার সূর্য্য ওঠা পশ্চাৎ ট্রেন ধরার উদ্দেশ্যে ও পুরুলিয়া জানার লক্ষ্যে পারি দিলাম উবের সহযোগে।

কলমে – অনিন্দিতা ভট্টাচার্য্য
লেন্স – সুবীর মন্ডল
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।