• Uncategorized
  • 0

হৈচৈ ছড়ায় বিপ্লব গোস্বামী

১| খোকা-খুকি ওঠো রে

ভোর হল পড়তে বসবি
ওঠরে খোকা-খুকি,
ঐ পূর্বাকাশে দেখ রে চেয়ে
সূর্য দিয়েছে উঁকি।
খাদ‍্যের লাগি পিঁঁপড়ে ছোটল
ফুল বাগানে অলি,
পাখিরা সব গাইছে রে গান
ফুটল সব কলি।

২| চ‍্যাঙ্গের বিয়ে

বিয়ে করবে চ‍্যাঙ্গ
ব‍্যান্ড পার্টি ঠিক হলো
বুড়ো কোলা ব‍্যাঙ।
সারা দিন করছে সে
ঘ‍্যাঙর ঘ‍্যাঙর ঘ‍্যাঙ।
রেগে গিয়ে চ‍্যাঙ্গ
মারল তাকে ল‍্যাং !
উল্টে গিয়ে পড়ল কোলা
ভাঙালো দুটি ঠ‍্যাং !
বিয়ে হয়ে গেল হ‍্যাং
দুপায়েতে পালিয়ে গেল
বুড়ো কোলা ব‍্যাঙ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।