সাতে পাঁচে কবিতায় কৌশিক দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কলকাতা
স্বপ্নে মোড়া স্মৃতির ভান্ডার,
তুমি শহর কলকাতা;
কত না রত্নের জন্মদাত্রী,
তুমি শহর কলকাতা।
তোমায় নিয়ে
কত না গল্প,
কত না কথা,
রয়েছে ইতিহাসের পাতায় পাতায়;
দেখেছি কত না
রঙিন স্বপ্ন,
এঁকেছি কত না
রঙিন ছবি,
আজ মোদের হৃদয়ের আঙিনায়।
ঐতিহ্যবাহী ট্রামের চাকায়,
জড়িয়ে রয়েছে কত না স্মৃতি;
কত না মনের হয়েছে মিলন,
কত না আজও হওয়া বাকী।
তোমায় নিয়ে বাঁচব মোরা,
দাঁড়িয়েছ তুমি অভ্যাসে;
হারিয়ে গেলেও, যেনো তুমি
থাকবে মনের ক্যানভাসে।।