আকাশ কালো করে শহরের বুকে রাত নেমেছে,
ঘন কালো নিঘোর অন্ধকার,
এবার আমার জ্বলে ওঠার পালা,
শহরের বুকে সারি বদ্ধ ভাবে আমি জ্বলে উঠবো।
অপেক্ষা,হ্যা অপেক্ষা।
বড় নিষ্ঠুর সে অপেক্ষা।
কিছু মানুষ অপেক্ষা করে থাকে কখন নিয়ন আলো জ্বলে ওঠবে।
প্রিয়জনের হাত ধরে কখন হেঁটে যাবে কোন এক অজানা পথে।
আবার কিছু মানুষ আমার আলোর নিচেই কাটিয়ে দিলো বছরকে বছর।
কেউ বা প্রিয় জনের অপেক্ষায়,
কেউ বা মৃত্যুর।
আমিও অপেক্ষা করে থাকি,
কবে?কবে আমার নিচে শূন্য হবে?
কবে?
আমাকে আর প্রতিরাতে পথ শিশু,টোকাই, ভবঘুরে,ছিন্নমূল মানুষের জীবন
দেখার জন্য জ্বলে ওঠতে হবে না।
অপেক্ষা,শুধু অপেক্ষা-
বড় যন্ত্রনা হয় আমার,
চিৎকার করে বলতে ইচ্ছা হয়,
ওরে য়ারা ভালো আছে ওরা ভালোই থাক।
তোরা ফিরে তাকা,
যেখানে শুয়ে আছে জীবনের মর্মকথা।
মাঝে মাঝে আমার সহিংস হতে ইচ্ছা হয়,
আমার ইচ্ছা হয়
সংঙ্গবদ্ধ করি পৃথিবীর সব নিয়নবাতীকে,
বিদ্রোহী করে তুলি ওদের,
নিয়ন আলোয় জ্বালিয়ে,পুড়িয়ে শেষ করে দিতে চাই সেই সাম্রাজ্য,
যেখানে আমাকে অপেক্ষা করতে হয়
নতুন করে আমার আলোয় কাউকে জায়গা দেবার জন্য।