আমি ঈশ্বর বিশ্বাসী নই
কিন্তু বিশ্বাস করি মৃত্যুকে ।
আমার চোখের ভেতর
মৃদু ছায়ার মতন ঘোর মৃত্যুবাণ ধেয়ে আসে ;
চাই বিদায়
চরম অসহযোগিতায় ।
যাঁরা আমার শ্বাসবায়ু কেড়ে নিলো
সময় হলে তাঁদের উত্তর দিও
কোনও প্রশ্ন রেখো না।
ঘোর মৃত্যুবাণ ধেয়ে আসার আগে দ্রোহতাপ পৌঁছে দিও
আমার পূর্বপুরুষদের বিনম্র সেবায় আর
ছাই-সরঞ্জাম ভাসিয়ে দিও কোপাইয়ের ধার ধরে-
যাতে বেজন্মা বনফুল হয়ে গন্ধ দিয়ে যেতে পারি সূর্যাস্তের খেলার সাথী হয়ে।
ঈশ্বরকে মানি নি
মানবোও না
মৃত্যু এসে কড়া নাড়লে কোনও ঈশ্বর বাঁচাবেন না
তার চেয়ে জংলা ফুল হয়ে ঝরে পরা অনেক ভালো॥