ঘুমের অসুখে আক্রান্ত পথের ধারে
টলমলে নদীটার হৃদয় থেকে
উঠে আসা সুখের জোয়ারে
ভেসে আসে আমার বিরহের খেয়া।
আমি আলতো করে বেঁধে রেখেছি তাকে
মনের নির্জনতায়,
যেখানে শুধু মন জুড়িয়ে যাওয়া
কলতান শোনা যায়।
ওই বিভৎস মেঘের দল মুখ গোমড়া করে
নিজেদের ভালোলাগা একটু একটু করে
পরিবেশন করে আমায়।
আমার প্রেমের দুয়ারে ফিরে এসো তুমি
আজ মুষলধারে।
আমি বাঁধন খুলে দিয়েছি
আমার বিরহের খেয়ার।
ভেসে যাই বহুদূরে… আরো বহুদূরে…
তোমার ভালোবাসার চোখের বালির সন্ধানে…