প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে প্রদীপ গুপ্ত
by
·
Published
· Updated
দ্য ইকুয়েশন
আমি ভালোবাসি
উচ্চারণ করতে খোলা আকাশে ভেসে যাওয়া
বৃষ্টিবাহী মেঘের নীচে দাঁড়াতে হয় দু’হাত তুলে।
আমি ভালোবাসি
উচ্চারণ করতে এক ডুবে তুলে আনতে হয়
পদ্মফুলের শেকড় গভীর ভাবনার অতলে তলিয়ে।
আমি ভালোবাসি
উচ্চারণ করতে এক পুকুর দুধে এক তিল পরিমান
আতপ দিয়ে তৈরি করতে হয় এক হৃদয় পরমান্ন।
আমি ভালোবাসি
উচ্চারণ করতে চোখের তারার কালো মুকুরে
ধারণ করতে হয় প্রেমালিঙ্গণ।
ভালোবাসা এক পাওয়া না পাওয়ার জটিল বিক্রিয়া
হৃদয়ের এ্যাসিডে ডুবিয়ে দিতে হয় মনের এ্যালকালি।