সম্পাদকীয়

দেখতে দেখতে টেক টাচ টক হইচইয়ের এক মাস বয়স হয়ে গেল। যে ক’টি বিভাগ ছিল, সেক’টি তো রইলই। সঙ্গে এবার থেকে যুক্ত হল ওপার বাংলা বিভাগ। আমার অনেক প্রিয় কবি/লেখক বন্ধু রয়েছেন ওখানে। তাঁদের বাদ দিয়ে আমি একা চলি কী করে? এক মাস পূর্তি সেলিব্রেশন বলতে এইটুকুই। বাকি আনন্দ ভাগ করে নেবেন পাঠক বন্ধুরা।
বাংলা এবং বাংলাই শুধু আমাদের ভাষা। যে কোনো ভাষার নির্যাসটুকু, সাহিত্যগুণটুকু আমরা আয়ত্ব করতে পারি, কিন্তু আগ্রাসন কোনভাবেই মেনে নেব না, আর- এই অঙ্গীকার করি চলুন সবাই মিলে