আমার দুর্গা একমাথা চুল, দৌড়ে বেড়ায় পাড়া,
আমার দুর্গা হাসপাতালের কেমোথেরাপিতে ন্যাড়া।
আমার দুর্গা উজ্জ্বল হাসি, নতুন কানের দুলে,
আমার দুর্গা বৃদ্ধাশ্রমে, সবাই গিয়েছে ভুলে।
আমার দুর্গা বায়না ধরেছে, পুজোর নতুন শাড়ি,
আমার দুর্গা স্বপ্ন দেখছে, গড়বে নিজের বাড়ি।
আমার দুর্গা ইঁট বয়ে নিয়ে, বেয়ে উঠে যায় ভারা,
আমার দুর্গা বাসে বসে আছে, অফিস যাবার তাড়া।
আমার দুর্গা সস্তা শাড়িতে দাঁড়িয়ে গলির মোড়ে,
আমার দুর্গা কলেজের নোটে ভবিষ্যতকে গড়ে।
আমার দুর্গা ভীষণ আদুরে, বাবার দুহাতে ঘেরা,
আমার দুর্গা সব হারিয়েও আবার আলোতে ফেরা।
আমার দুর্গা রঙীন আলোয় হাঁটে বেড়ালের মত,
আমার দুর্গা সাদা শাড়ি গায়ে নিয়েছে সেবার ব্রত।
আমার দুর্গা ফুটপাথে থাকে, লক্ষ্মীর সাথে আড়ি
আমার দুর্গা পাইলট হয়ে, অন্যদেশেতে পাড়ি।
আমার দুর্গা চিকিৎসা করে, একদিনও নেই ছুটি
আমার দুর্গা সস্তা দোকানে বানায় তড়কা রুটি।
আমার দুর্গা সেতারের তারে তুলছে সুরের রেশ,
আমার দুর্গা হাঁটছে মিছিলে, বদলে ফেলবে দেশ।
আমার দুর্গা ভাত বেড়ে দেয়, বেঁধে রাখে সংসার,
আমার দুর্গা অসুরদলনী নিয়ে জগতের ভার।
গোটা পৃথিবীতে আমারই দুর্গা, তোমার বলব কাকে?
সব দুর্গারা যেন ভালো থাকে, প্রার্থনা দুর্গাকে।