• Uncategorized
  • 0

কবিতা – উজ্জ্বল কুমার মল্লিক

বিদ্যাসাগর২০০/বিশেষ সংখ্যা

সাগরের গোপাল

গোপাল বড় সুবোধ বালক,
বর্ণপরিচয়ে পড়া শৈশবে,
বুঝতে বটে হয়েছিল ভুল,
না হ’লে এত বিপরীত ঘটে।
গোপালেরা সব দেখি গো-পাল,
সুবোধেরা তো মিচকে ফিচেল,
খোঁচা,খোঁচা দাড়ি রাখে কপোলে–
জাহির করে কে বড় আঁতেল।
বালক কোথায়? সব তো ধেড়ে,
কানেতে প্লাগ মুঠোফোন হাতে;
চোখ ও মুখে মদালস ভাব,
শ্লীলতাহানিতে ভারী ওস্তাদ।
সাগর মশাইকে কোথা পাই!
গোঁসা করে তিনি গেছেন চলে
এ সব কথা, কাকে বা শুধাই;
চারদিকে ডোবা,নোংরার ডাঁই।
আছে কী জানা সাগরের ঠাঁই?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।