T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় শমীক জয় সেনগুপ্ত

0
70
Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

কোজাগর

(১)
কে জাগে?
প্রশ্নগুলো ঘুমের ভিতর দিয়ে
অনেক কথায় রাত কাটিয়ে ফের
আবার গেল চাঁদের বুকে মিশে-

(২)
কে জাগো গো?
জানতে চেয়ে মনে
উস্কে দিলাম মৃদু দীপের শিখা-
লক্ষীমন্ত পায়ের আসার আশায়
বন্ধ হওয়া সেজের জমির ধারে,
দু এক পশলা বৃষ্টি এল চোখে।

(৩)
কে জাগে আজ?
ঘুমিয়ে আছে কাল !
প্রক্সি দিতে দু আঙ্গুলে
আগুন ধোঁয়া ছেড়ে
অন্ধকারের বুকে বুকে
উঠছে জেগে ভয়।
দু এক মুঠো ভিজে চিঁড়ে
কথার অপচয়..

(৪)
কে জেগে আজ
লক্ষীছাড়া পোড়া নগর জুড়ে?
শশ্মান জাগে
আর জেগেছে একক নীরবতা,
চুপ কর আজ-
কথা বোলনা।


Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •