T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় সুমিতা চৌধুরী

  0
  17
  Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

  রবি স্মরণ

  আজো আমার মনঘর ছন্দ বাঁধে তোমায় নিয়ে,
  স্মরণ করি তোমায় রবি বৈশাখী প্রণাম দিয়ে।
  তোমার সৃজনের ঝরণাধারায় ভিজি আমি আজো নিজেরে ভুলে,
  তোমার বেদিতে সন্ধ্যা প্রদীপ জ্বালি নিত্য আমার মনের কূলে।
  যেটুকু আমার সৃষ্টি পাখনা মেলে,
  সবটুকুতে তোমার প্রেরণা কথা বলে।
  মনে হয় ডাক দিল কে প্রাণের পরে,
  ” একলা পথে চলতে ওরে ডরাস না রে”।
  তোমার ঐ উপন্যাসের নায়িকা যতো,
  মনে হয় একলা আমার আমির মতো।
  তোমার কবিতার বাঁধনহারা প্রেমের বাতায়নে,
  আমিও নূপুর পায়ে দাঁড়াই এসে সঙ্গোপনে।
  আমারও দুয়ার ভাঙা ঝড়ের রাতে,
  তোমাকেই অনুসরণ করি নিজেকে আগলাতে।
  তোমার ঐ উদাস বাউল মেঠো সুরে,
  আমার মনটা আজও মনের মানুষ খুঁজে ফেরে।
  তোমার ঐ সামাল মাঝির ভাওয়াল গানে,
  মন আজো নোঙড় ছেঁড়ে উজান টানে।
  জীবনের খেলাঘরের ভাঙা-গড়ায়,
  তোমারই কাব্য অভিজ্ঞতার গল্প শোনায়।
  জীবনের তানপুরাটার সকল তারে,
  তোমারই ধ্বনি বাজে নানা রঙের সুরবাহারে।
  আমার এই সাদামাটা জীবন মাঝে,
  তুমি যে বিরাজ করো নিত্য সকাল সাঁঝে।।

  Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •