T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় শম্পা সাহা

  0
  19
  Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

  মৌতাত

  আর কি ফিরে পাবো জীবনের সেই স্বাদ?
  পৌষ পাবনের মিঠেল গন্ধে
  মাতাল সে মৌতাত?
  এখন আর মালতিরা ঢেঁকিতে ধান ভানে না
  অথবা হামানদিস্তায় চাল গুঁড়ো
  ছোটবেলায় মামাবাড়ির পৌষ পার্বণ
  ধপ্ ধপ্ হামানদিস্তায়
  সাদা দুধের মত চালের গুঁড়ি
  বাড়ির গোয়ালের কাঁচা দুধের ফেনার গন্ধ
  উঠোনের পাতার জ্বালে উনুনের ধোঁয়ায়
  দিদার সেই বুড়ি হাতে ধীরে ধীরে গড়ে ওঠা
  স্বর্গীয় রস ভান্ডার
  নানা রূপে নানা বর্ণে গন্ধে
  তারা যেন এক ফালি উজ্জ্বল রোদ
  যা উঁকি মারে শৈশবের সাথে
  ব্যস্ততার একঘেয়েমিতে
  সে যেন ঘরের ঘুলঘুলি দিয়ে আসা
  জাফরি কাটা রোদ্দুর !
  আর কি ফিরে পাবো জীবনের সেই স্বাদ
  পৌষ পাবনের মিঠেল গন্ধে
  মাতাল সে মৌতাত?
  এখন ব্যস্ততার মোড়কে নিজেদের মুড়ে
  বিজ্ঞাপন আর ব্র্যান্ডে
  সবই এক ফোনের ব্যবধান !
  এখন আর হামানদিস্তা নেই
  নেই পিঠে পুলির সেই সেকেলে পাট
  এখন তো সব চাইলেই পাওয়া যায়
  কিন্তু উৎসব?
  সে উৎসব উৎসব আমেজে
  সেই শীতের সন্ধে নামার শিরশিরানি
  ভাঁপা পিঠের হাঁড়ির ফাঁক থেকে বেরোনো
  ধোঁয়ার মতো মিলিয়ে গেছে প্রিয় মুহূর্তগুলো।
  এখন সব চাইলেই পাওয়া যায়
  এক ফোনের ব্যবধানে
  কিন্তু স্মৃতি ?
  শৈশবের ভালোলাগা?
  সেই আদুরে কোল ঘেঁষা আবদার
  সেও কি এক ফোনে আসতে পারে ফিরে?
  মাত্র আধ ঘন্টায়?
  তাইতো অপেক্ষা ঝরে পড়ে
  নিখাদ নির্বিবাদ
  আর কি ফিরে পাবো জীবনের সেই স্বাদ ?
  পৌষ পাবনের মিঠেল গন্ধে
  মাতাল সে মৌতাত?

  Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •