সম্পাদকীয়

পৃথিবীর কথা , না ভুল বললাম, মানব জাতির কথা মানেই এখন যন্ত্রণার গল্প।
পৃথিবী বরঞ্চ ভাল আছে মানুষ নিজেদের নিয়ে ব্যতিব্যস্ত থাকায়।
সেই মানুষ নামক জীব এখন নিজেদের আঁচড়ে কামড়ে পিষে মেরে ফেলতে ব্যস্ত আছে।
বাইরের রোগ-জীবাণু তো আছেই, তার সঙ্গে নিজেদের কুৎসিত হিংস্রতা। অন্য প্রাণীর প্রতি, অন্য রঙের চামড়ার প্রতি, অন্য যৌন অভ্যাসের প্রতি।
তাসের দেশের রাজা গজা মন্ত্রী সবাই টেবিলে হাতুড়ি ঠুকছে।
নি -য় -ম।
নিয়ম মানে না কোন বেয়াদব।
আমার মত দেখতে হতে হবে। নইলে সে আমার পৃথিবীতে থাকবে কেন? আমার মত চালে চলতে হবে, নইলে তাকে বাঁচতে দেব৷ কেন ?
অন্য প্রজাতির জীব ? বীভৎস ভাবে মেরে দেব। তাতে লজ্জা কি?
চারিদিকে শুধু না, না আর না।
সেই যে আমার প্রিয় লেখক রূপদর্শী এক কালে আমায় বলেছিলেন, ডাক্তারবাবু সোনালি, চার দিকে ভাল করে তাকিয়ে দেখ, বুঝবি আমি ঠিক বলছি।
” প্রেম নেই। “
সত্যি তাই মনে হচ্ছে এবারে। মমতা , ভালবাসা , স্নেহ , যাদের দিয়ে মনুষ্যত্ব শব্দের সংজ্ঞা তৈরী বলে জেনেছি চিরকাল, তারা কোথায় মিলিয়ে যাচ্ছে ?
প্রলয়সন্ধ্যায় বিধাতা কি আবার বসবেন তবে সাধনায়, প্রাণপণ জপ করবেন ঃ
” বলো তুমি সুন্দর
বলবেন , বলো আমি ভালবাসি.. ” ?
সোনালি
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।