সম্পাদকীয়

হিমেল হাওয়ার স্পর্শ গায়ে মেখে,
শীত দিচ্ছে আততায়ী আঁচ,
কুয়াশঘেরা মধুকল্প প্রাণ,
তুই বাঁচ,
তুই বাঁচ।
মাটির গায়ে রোদের চিলিক ছুট,
কি দিলো সে ছুঁয়ে,
এমন গভীর প্রাণ
দিলো রুয়ে,
দিলো রুয়ে।
সূর্য যাবে মকর রাশির বাড়ি
উত্তরায়ণ হলো এবার শুরু,
যাত্রাপথে সাথে যাব
চলো যাই
চলো যাই।।
সবাই কে মকর সংক্রান্তির শুভকামনা।
তনিমা হাজরা