• Uncategorized
  • 0

ফার্স্ট স্টপ

ফার্স্ট স্টপ

আসুনতো গল্প করি।
আমার মন ভালো নেই এই কথাটা বোঝানোর জন্য এই যে আমায় ফার্স্ট স্টপ লিখতে হচ্ছে- এটা কি ন্যাকামো নয়
আলবাৎ কবি সাবধান
তুমি আজ কবিতায় বল আসমান
আসমান তোমার খেলার সাথিও ছিলো
স্বর্গছেড়া কুয়াশা মেহেমান
এই দেখুনতো আবার যখন লিখলাম কেমন গুঁড়োগুঁড়ো হয়ে গেলো কথাগুলো। না না কোনো তত্ত্ব শোনাবো না। মনখারাপ তাই গল্প করতে এসেছিলুম। কিন্তু সময়ের অভাব, বীজ ডাকছে তার শিকড়কে। ঝকঝকে পাতাগুলো বলছে- এসো লেহন কর বীজে বীজে, শাখায় ছায়ায়, ফুলে ফলে। যেতে হবে আচমন করে, বসতে হবে সময়ের হুতাসনে। ওইতো অমৃতরস আর মহাস্নান করতে করতে আরতির ঘণ্টায় উত্তরমানচিত্র জ্বলজ্বল করে উঠলো। এগিয়ে যাও নকশা দিলুম। লিখে রেখো সব যা যা পাবে।
হ্যালুজিনেশন। সবটাই ভোলা ভোলা খেলা। এ ভাবে আমি একদিন যদি উন্মাদ হয়ে যাই আর কেউ যদি কোথাও আমায় পাও, আমায় ঐ নাম শুনিও,  আর একটা কাগজ আর পেন দিও। আমি সেদিনও লিখবো, এবং বিশ্বাস করি কবিতাই লিখবো
আজ এটুকুই থাক,
                                                                                        শাল্যদানী
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।