সম্পাদকীয়

সেঞ্চুরি
সেঞ্চুরি শব্দটার মধ্যে একটা অদ্ভুত মাদকতা আছে। দূরুহতা অতিক্রম করে নিজেকে প্রমাণ করার এটি প্রথম মাইলফলক। যদিও সংখ্যা শুধুমাত্র একটা গননামাত্র তবু শিখর ছোঁয়ার আনন্দে আমরা হাঁটি একটি মাইলফলক পার করে পরবর্তীটির দিকে।।
আমাদের TechTouchটক পরিবার আজ স্পর্শ করলো তার জন্মের প্রথম ১০০টি দিন।
পাঠক ছাড়া আমরা একেবারে অর্থহীন। তাদের বিচার এবং সমালোচনা আমাদের আরও উন্নত মানের লেখা লিখতে শেখাবে।
TechTouchটক টিমের উদ্দেশ্য হচ্ছে যারা সবে লিখতে ভালবাসেন, পড়তে ভালবাসেন, অনেকদিন ধরে লিখছেন কিংবা সবে লিখতে শুরু করেছেন সবাইকে এক ছাতার নীচে সম্মিলিত করা।
ছোট ছোট কিন্তু দৃঢ় এবং নিশ্চিত পদক্ষেপগুলি আমাদের স্বীয় লক্ষ্যের দিকে নিয়ে যাবে এই আমাদের স্বপ্ন এবং স্বপ্নকে সাফল্যের দিকে নিয়ে যাওয়াই আমাদের বিশ্বাস।
সবাইকে শুভেচ্ছা।।
তনিমা হাজরা