চোখের নিচের কালি নিমেশে দূর করতে চায়ের লিকার অপরিহার্য জিনিস।
প্রথমে চায়ের লিকার জলে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন। তারপর সেটি ঠান্ডা করে ফ্রিজে রাখুন ৩০ মিনিট। একটি পরিস্কার কাপড়ে ওি পাতা নিয়ে চোখের নিচে দিয়ে রাখুন ৫-১০ মিনিট। নিমেশেই চোখের নীচের কালচে ভাব দূর হবে।