মেহেফিল -এ- শায়র রহমানহেনরী (নির্বাচিত কবিতা)

নিঃশ্বাস টানি
গুপ্তহত্যা-কবলিত মৃতদেহগুলোর পাশে
এখন আর দাঁড়াতে ইচ্ছে করছে না
ইচ্ছে করছে না— গণতন্ত্রের জন্য গলা ফাটিয়ে
লাশের গন্ধমাখা বাতাসে নিঃশ্বাস টানি
ঢেউয়ের বেগ ও উচ্চতা থেকে
সমুদ্রগুলোর আয়তন পরিমাপের সূত্র
উদ্ভাবন করেছি। জানাতে চাই তোমাকে—
কিন্তু তোমার তো ঘুমই ভাঙছে না!
বিরহবাতাস উঠছে ঢেউয়ের খোঁপায়।
আটলান্টিকে স্নান করতে করতে
তোমার উদাসীন নিদ্রাকুসুম
আমি এখন ছুঁয়ে দেখতে চাই