“রথযাত্রা Special” কবিতায় চিরন্তন ব্যানার্জি

তুমি তাই এসেছো নীচে

আজ তবে দূর থেকে দেখি,
ভক্তরা যেমন তাকায়-
বুকে যত জমা কথা বাকি
লিখে রাখি আকা. শের গায়।
সেদিন আমার ছিলে তুমি,
খেলা পুজো, মিলেমিশে এক;
রাজা নিল শবরের ভুমি
ইতিহাস থাকে নির্বাক!
বিরাট প্রাসাদ জুড়ে বাস,
সারাদিন দুধ ননী ছানা,
চন্দন অগরু সুবাস,
কেবল আমার আসা মানা।
এখন তোমার চারিপাশে
কত লোক, স্তাবকের সেনা;
নীলপর্বত ছেড়ে এসে
দারুব্রহ্ম, হয়েছ অচেনা।
ওরা চায় তুমি শুধু থাকো
সোনার শিকল তুলে রেখে,
ব্রাত্যজনের কথা রাখো
চোখ সার্থক হোক দেখে।
আবার ধুলোয় এসো নেমে,
মন্দির ছেড়ে প্রাঙ্গনে-
রথযাত্রার কথা ভেবে
বিশ্বাবসুরা দিন গোনে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।