মেহেফিল -এ- শায়র স্বপ্ননীল রুদ্র

ছায়ারন্ধন

জুয়া শেষে ত্যক্ত তাসের মতন অবহেলা ছিটিয়ে রয়েছে
থামসমৃদ্ধ বারান্দাটির কোলে, সিঁড়ির মরচেতে—
পশ্চিম দিকে চাদরাকৃতির বাগানে আগাছা ঘাস বংশবৃদ্ধি
মাঝারি ফুলের গাছগুলি সংখ্যালঘু, দ্বিধাগ্রস্ত;
লতাকীর্ণ দালানের পিঠে বহু উঁচু উঁচু হাড়…
থাম ঠেলেঠুলে রোদ একা গিয়ে বসে আছে পুরুট ধূলোয়।
বিরাট বাক্সের মতো ঘরগুলির পেটে তালাবন্ধ অগনণ
উত্তেজনার মৃতদেহ, নিহত ছোট-বড়-বহু ঝলমল…
যত্ন সহকারে সব কিছু শিলনোড়া থেকে বাটা
মশলার মতন কাচিয়ে বারান্দায় কে যেন তুলে রেখেছে
থাম থেকে ছায়া টেনে পড়ে আছে ছায়া-গরাদের মোটা শিক
ফাঁকে ফাঁকে মাতালের মতো আমার ছায়াটি শুধু নড়ে ওঠে …
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।