মেহেফিল -এ- শায়র সুহিতা সুলতানা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
স্বপ্নবৃত্তান্ত
ছয়
কে তুমি ক্লান্ত পথিক? স্বপ্ন নিয়ে খ্যালো? অন্তরের নিরুদ্ধ বেদনা পরিহার দুঃসাধ্য বটে। যতই এড়িয়ে চলি শ্যাওলার মতন জড়িয়ে ধরে দু’পা। সব উপেক্ষার পেছনে উৎকণ্ঠা জেগে থাকে। দু’চোখে স্বপ্ন নাচে, চাঁদ হেলে পড়েছে হৃদয়ের ওপর। সারাদিন হালখাতা উৎসব; রঙিন কাগজে ঘোরলাগা বোধের স্কুলে ধারাপাত বুনে চলে। কী অদ্ভুত প্রকৃতিশালা; চিত্তের সুখ কাকে বলে! জীবনকে করে তোলে অর্থময়। মুহূর্তেই আগুনের ছবির নৃত্য রহস্যময় হয়ে ঘুরতে থাকে চতুর্দিকে। অনেকটা পথ হেঁটে গিয়েও দেখি মৃত চাঁদ ঝুলে আছে মগডালে। ডুমুরের অন্ধকারে হা-মুখ খুলে বসে আছে হুতোম পেঁচা। হলুদ পাতার সাথে টুপটাপ দুঃস্বপ্ন ঝরে পড়ে