ক্যানো এই দিন আর দিনের মতো নয়? অরণ্য পাহাড় থেকে ছুটে আসে সব অন্ধকার জলের ধারে নদীর কাছে স্বপ্ন থাকে নাকি? যার কেউ নেই প্রকৃতি আছে তার। যা দৃশ্যমান তা আত্মার মতো শুদ্ধ; যদিও ঘন হয়ে দুঃস্বপ্ন নামে অনবরত। কোনো যোগসূত্র কোথাও নেই। সঙ্গীতের আগুন জ্বলছে চৌদিকে। হা ঈশ্বর সেই রাতে আগুনের মোহ ছিলো, ছিলো জলের গুনগুন, পথের ওপর শুয়ে আছে অবিশ্বস্ত সাপের দেহ। শীতার্ত রাতের ছোঁয়ায় অব্যর্থ বিষের কুণ্ডলী নিয়ে আসে নীলের সমারোহ