মেহেফিল -এ- শায়র সুহিতা সুলতানা

কোনো বন্যতা নেই

কে কাকে মনে রাখে?এখন বেলুনের মতো উড়তে থাকে হৃদয়। সূর্যাস্তের আগে লাল দিগন্ত বেয়ে নেমে এলো দেবদূত। দীপ্র-গতির ভেতর কোনো বন্যতা নেই। অদৃষ্টের দিনগুলো পালতোলা নৌকার মতন অপেক্ষায় থাকতে থাকতে যার চোখ পাথরের মত অন্ধ হয়ে যায় স্বচ্ছ জলের কাছে তার ঋণ কতটুকু থাকে? কে জানে!
৩ নভেম্বর,২০১৯
সেন্ট্রাল রোড,ধানমন্ডি, ঢাকা
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।