পাহাড়ের খুব কাছাকাছি বিদ্যা ও বুদ্ধির বাড়ি
তাদের প্রতিবেশী সমুদ্র সারাদিন হরিণীর মতো
অসংসারের দায় মাথায় নিয়ে অবলোকন করে
সূর্য ও চাঁদের যাদুবাস্তবতা! কখনো কখনো
খুব কাছ থেকে দেখে নেয় চতুর বিড়ালের গতি
বালি আর শামুকের মাখামাখি আজকাল তার
কাছে আদিখ্যেতার মতো মনে হয়! সংখ্যার
মার-প্যাচ বোঝে কম বলে অহর্নিশ ধারাপাত
খুলে রাখে! এক অগ্নিৎসবে ভালোবাসার সত্য
পাঠ সরল মনে তুলে ধরেছিল বলে হাঙরদেব
হিংসায় আলজিভ কেটে নিয়ে চলে গ্যাছে অচেনা
দিগন্তে! আজকাল জলের তলদেশে মৎসকন্যাদের
সাথে কেলি করে সময় পার করেন হাঙরদেব!
অদ্ভুত বাহানা নিয়ে যতদূর চোখ যায় প্রাণপনে
সমুদ্র দেখার নামে নৈরাজ্যর জানালা গলিয়ে
কী দ্যাখো তুমি? অবিচ্ছেদ্য ঢেউয়ের সাথে
উঠে আসে পরাবাস্তব চাঁদ আর অশ্বের ক্ষুর