জীবন কালের জীবনী শক্তির উর্বর উত্তাপে
ভাবের রকেট যাত্রায় চলার ভাবনা নিকটে
রাখার প্রবল বাসনা কাতর সময় এখন
জানার তেমন সাহস হয় না এমনটা নয়
কি হবে জানতে পারলে ফেরার পথটা ফাঁকা
সেখানে কিছুই নেই যে কেবল একলা থাকা
রাত যায় চলে দিন আসে বীণ বাজিয়ে ধামাকা
প্রয়োজনহীন একটানা বসে থাকার নামতা
পাঠ করে যেতে আর কত ভাল লাগবে এখানে
পরিবেশ যা তা এ রকম বলা যায় না ঠিকই
তারপর এক মনে হতে পারে কোথায় আছি
কথা বলে জেনে নিতে সাধ জাগে কি করে বাঁচি
স্বপ্নের বসত ভিটায় উচ্ছেদ অভিযান চলে
হ্যাঁ করে তাকিয়ে থাকার অধিক কি করবে বলো
না করে থাকার উপায় একটা আছে খুব কাছে
ভুলের জানালা কপাট হঠাৎ বন্ধ করে দেয়া।