মেহেফিল -এ- শায়র শাহীন রায়হান
শীতের আবেশ
দেশটা জুড়ে ঠান্ডা আবেশ শীতের ছোঁয়া শুধু
যায় না দেখা আলোর রেখা দিগন্তটা ধুধু
দুধ কুয়াশায় মাঠ ঢেকে যায় ক্ষেতের ফসল তাও
থমকে থাকে জনজীবন পরান মাঝির নাও।
গাছির জীবন তাও থামেনা হাতে রসের হাড়ি
ভাঁপা চিতুই গন্ধ ছড়ায় মম করে বাড়ি
সর্ষে ক্ষেতে হলুদ ছোঁয়া পাখির ডাকাডাকি
নেই কোথাও রোদের দেখা সূর্যটা দেয় ফাঁকি।
টাপুরটুপুর শিশির ঝরে গাছের সবুজ পাতায়
হুড়মুড়িয়ে শীত ঢুকে যায় খুকুর গরম কাঁথায়
ঝিরিঝিরি হিমেল হাওয়ায় শেয়াল ডাকে রাতে
শীত সকালে পাখপাখালি আনন্দে সব মাতে।
হঠাৎ জাগে সূর্য্যি মামা নীলচে মেঘের ফাঁকে
খেজুর রসের মিষ্টি পায়েস ইশারাতে ডাকে।