পেশা শিক্ষকতা। অরণী বিদ্যালয়ে বাংলা সাহিত্য ও সৃজনশীল লেখা বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
প্রকাশিত হয়েছে এই পৃথিবী এই দেশ ও নিভৃত পরবাস নামে দুটি কবিতার বই। টাইমমেশিন ও গুপ্তহত্যা অতঃপর নামে দুটি বড় গল্পের বই।
মূলত উপন্যাস লিখছেন। বর্তমানে ‘সম্পর্কটি শুধুই জৈবিক’ নামে একটি ধারাবাহিক উপন্যাস লিখছেন।
ঢাকায় বসবাস করেন।
তুমি বলেছিলে; ‘ভালোবাসলে নগ্ন হতে দ্বিধা কী?’
নিজ হাতে খুলে নিয়েছিলে
খুলে পড়েছিলে বেদনার দীপাবলি
তারপর তৃষ্ণার জলে বিষাদ এলে বনপ্রান্তর ছাড়িয়ে
আরও গ্রাম-নদী-পথ-প্রান্তর,
মনে পড়ে?
তুমিই বলেছিলে; ‘কেবল ভালোবাসলে নগ্নতায় পাপ নেই!’