মেহেফিল -এ- শায়র শাপলা সপর্যিতা

পেশা শিক্ষকতা। অরণী বিদ্যালয়ে বাংলা সাহিত্য ও সৃজনশীল লেখা বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত। প্রকাশিত হয়েছে এই পৃথিবী এই দেশ ও নিভৃত পরবাস নামে দুটি কবিতার বই। টাইমমেশিন ও গুপ্তহত্যা অতঃপর নামে দুটি বড় গল্পের বই। মূলত উপন্যাস লিখছেন। বর্তমানে ‘সম্পর্কটি শুধুই জৈবিক’ নামে একটি ধারাবাহিক উপন্যাস লিখছেন। ঢাকায় বসবাস করেন।

ধন্ধ

কিছু সুগারকিউব এখনও রেখেছি যতনে
কিছু ভেসে গেছে জলে গ্রীনটির আস্ফালনে
তবু ভেসে ওঠে মায়ের মুখ অতল বেদনার ঘোরে
তবু বাজে রোদ্দুর ঘনঘোর বর্ষার অন্ধকারে
কে ছিলে গো তুমি জননীর অবগুন্ঠণে!!!
এও কি সম্ভব!! এত ব্যাথা …
তুমিই জাগালে !!!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।