মেহেফিল -এ- শায়র শঙ্খচূড় ইমাম
দো-ফসলি মাঠের অতিথি
ফের একটা ভোর ডুবে গেল
বিষণœ বসন্তে
ফ্রেমেবাঁধা মানচিত্রের চোখ আজ
হাইব্রিড কইয়ের মতো
হেঁটে নামছে চোরাস্রোতে…
ওঁৎ পেতে বসে থাকা ভুলের গোঁফে
ফুঁ দিয়ে দেখি—
পাপের দোষ নেই; পাপ পেখম মেলে সাজিয়েছে
উল্কাপতন উৎসব
যে কুয়াশাট্রাক পিষ্ট করে ঘুমগোলাপ
সে ট্রাক জানে—
সময়ের ধূসর ডানায় কিভাবে ঝরাতে হয়
টোপবৃষ্টির দানা…
তাই আমাদের ভোর আজ
দো-ফসলি মাঠের বয়ান গিলে ওড়ায় মন্ত্রপাখি