মেহেফিল -এ- শায়র রুদ্র অয়ন
নিরবে ভালোবেসে যাবো
ভালোবাসি তোমাকে
ভীষণ রকম ভালোবাসি
তবু ভালোবাসা দাবি করিনি,
করবোও না দাবি কোনওদিন।
একতরফা ভালোবাসি
ভালোবেসে যাবো
এটুকু অধিকার অন্তত
ছিনিয়ে নিও না।
তুমি না হয়
বন্ধু হিসাবে থেকো,
আমি শুধু
তোমাকে দেখেই যাবো।
যেমন সূর্যের পানে
চেয়ে থাকে সূর্যমুখী।
আমার ভালোবাসা
হৃদয় মাঝেই থাকুক,
দৃষ্টিতে দু’চোখে বিলিয়ে যাবো।
সব ফুল তো আর
দেবতার অর্ঘ্য পায়না।
আমার ভালবাসাও না হয়
নাইবা পেলো স্বীকৃতি কোনও।
তুমি আমার ভালোবাসাকে
আবেগের খেলা ভেবে নিও,
আমি স্বর্ণ পেটানোর হাতুড়ি ভাববো।
পেটাতে পেটাতে তোমার হস্তসিদ্ধ হবে,
আমি আঘাতে আঘাতেম জবুত হবো।
তোমাকে ভালোবেসেছি ভীষণ
প্রতিদান চাইনা কোনও,
ভালোবাসা আশাও করিনা।
একতরফা ভালোবাসি
নিরবে ভালোবেসে যাবো।
এটুকু অধিকার
অন্তত কেড়ে নিওনা।