মেহেফিল -এ- শায়র রুদ্র অয়ন 

হৃদয় ভাঙ্গনের খেলা

শান্ত নদীর জল সেজে তুমি
স্পর্শ  চেয়েছিলে আমার।
আমি হাত বাড়িয়ে দিতেই
হয়ে গেলে উত্তাল ঢেউ!
আছড়ে পড়লে
গভীর ক্রোধে
এ তীর থেকে অন্য তীরে ।
ভীষণ জোয়ারে ভেঙে দিলে
হৃদয়ের একুল ওকুল!
ক্লান্ত পথিক আমি
ভালবাসার তৃষ্ণা নিয়ে
ছুটেগিয়েছিলেম
তোমার পাড়ে ;
প্রেমময় জলের আশায়।
অথচ তুমি
হৃদয় ভাঙ্গনের
খেলায় মেতে
চূর্ণবিচূর্ণ করে ছাড়লে
আমার হৃদয়!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।