মেহেফিল -এ- শায়র রুদ্রাক্ষ রায়হান by TechTouchTalk Admin · Published November 1, 2019 · Updated November 1, 2019 গন্তব্য এক বেদুইন পাখি উড়তে উড়তে ক্লান্তিতে মগডালে থামে, তখন- পৃথিবীর বৃক্ষেরা পাখিবিদ্যার নামতা পড়তে শেখে। বৃক্ষ, পাখির শরীর দেখে শিখে নেয় তুমুল নরমেরা রাত এলে কঠিনের বুকে বাসা বাঁধে। আর সূর্যের রং ছুঁয়ে উড়ে যায় দূরে বহু দূরে। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love